৩০,০০০ টাকা দিচ্ছে সরকার সকল বিদ্যার্থীদের। আবেদন করুন প্রগতি স্কলারশিপ এর জন্য ।

শিক্ষার্থীদের জন্য এক দুর্দান্ত সুযোগ। ছাত্রীদের ৩০,০০০ টাকা করে দিচ্ছে সরকার। উচ্চ শিক্ষা সুন্দর ভাবে চালিয়ে যেতে পড়ুয়াদের প্রগতি স্কলারশিপে আবেদন শুরু হয়েছে। এই স্কলারশিপ এপ্লাই করার জন্য কিরকম যোগ্যতা দরকার, বয়স কত, আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় ডকুমেন্টস সম্পর্কে খুটিনাটি আপডেট জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন ।

পরিবারের অর্থনৈতিক অবস্থা সচ্ছল না হওয়ার কারণে যে মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা চালিয়ে যেতে বাঁধা পড়েছে, তাদের জন্য নিয়মিত সরকারি-বেসরকারি বিভিন্ন স্কলারশিপের লেটেস্ট আপডেট সম্বন্ধে স্টুডেন্ট দেরকে জানাবো এবার থেকে আমরা। কেন্দ্র ও রাজ্য সরকার নারী শিক্ষার অগ্রগতির জন্য নানারকম স্কলারশিপ চালু করেছে। নিচে প্রগতি স্কলারশিপ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করলাম –

আবেন যোগ্যতা:-

স্কলারশিপে আবেদনের জন্য আবেদনকারীর নিম্নলিখিত যোগ্যতা গুলি হলো –

READ MORE  IB JIO Recruitment 2025 Notification for 394 Posts, Apply Online Begins at ncs.gov.in from August 23 - Jagran Josh

১) নবম শ্রেণি থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবে।
২) একই পরিবারের সর্বোচ্চ দুইজন শিক্ষার্থী এই স্কলারশিপের জন্য আবেদন যোগ্য।
৩)কেবল মহিলা প্রার্থীরাই এই স্কলারশিপে আবেদন করতে পারবেন।
৪) পরিবারের বার্ষিক ইনকাম পাঁচ লাখ টাকা বা তার কম হতে হবে।
৫) যে কোর্সে বৃত্তির জন্য আবেদন করবে, তার আগের ক্লাসে 60%+ নম্বর পেয়ে পাস হতে হবে।
৬) মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা কোর্স ও আইটিআই শিক্ষার্থীরাও এই স্কলারশিপে আবেদন করার জন্য যোগ্য।
৭ ) United Breweries Limited গ্রুপে চাকরিরত হলে তাদের সন্তান রা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন না।

আবেদন প্রক্রিয়া:-

এই স্কলারশিপ এ আবেদনের জন্য National Scholarship Portal এর অফিসিয়াল ওয়েবসাইটের হোমপেজে যান। এখন New Registration এ ক্লিক করে Application Id ও Password তৈরি করে নিন। এবার উক্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। প্রগতি স্কলারশিপে আবেদনের জন্য শিক্ষার্থীদের UGC/AICTE Schemes এ গিয়ে আবেদন করতে হবে।

READ MORE  School Holiday 2025 in Andhra Pradesh and Telangana from August 8 to 10, Details Here - Jagran Josh

স্কলারশিপে আবেদনের জন্য শর্তাবলি চেকবক্স টিক মার্ক দিয়ে প্রয়োজনীয় ডকুমেন্টস সহযোগে অনলাইন আবেদন পত্রটি ভালোভাবে পূরণ করতে হবে। আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস নির্দিষ্ট সাইজে স্ক্যান করে আপলোড করবেন। সমস্ত তথ্য ঠিকঠাক থাকলে দরখাস্ত সাবমিট করলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। সমস্ত ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করে বৃত্তির আবেদন পত্র মঞ্জুর হতে মোটামুটি ১-২ মাস মতো সময় লাগবে। এরপর আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ বৃত্তির টাকা ক্রেডিট হয়ে যাবে।

কি কি নথি লাগবে?

প্রগতি স্কলারশিপে আবেদনের সময় নিম্নলিখিত নথিগুলো সঙ্গে রাখতে হবে।

READ MORE  Woman stripped and raped in Manipur speaks: Police were with the mob, they left us with those men

১) আধার/ভোটার কার্ড।
২) পাসপোর্ট সাইজের কালার ছবি।
৩) পরিবারের বার্ষিক আয়ের সার্টিফিকেট ।
৪) স্থায়ী বসবাসের/ঠিকানার প্রমাণপত্র।
৫) নতুন কোর্সে ভর্তির রিসিভ কপি।

গুরুত্বপূর্ণ তারিখ:-

2023-2024 শিক্ষাবর্ষে ‘Pragati Scholarship’ এ আবেদন প্রক্রিয়া শুরু হবে সেপ্টেম্বর-অক্টোবর মাসে। আবেদন চলবে ৩১ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত।

কেন্দ্র সরকারের অন্যান্য সমস্ত স্কলারশিপ সম্বন্ধে সর্বশেষ আপডেট পেতে আমাদের WhatsApp Group এ যোগদান করুন।

Leave a Reply

You cannot copy content of this page

Scroll to Top