Bishnupur Public Institute of Engineering: অধ্যক্ষ, অধ্যাপক ও নন-টিচিং স্টাফ নিয়োগ

Getting your Trinity Audio player ready...

Bishnupur Public Institute of Engineering: অধ্যক্ষ, অধ্যাপক ও নন-টিচিং স্টাফ নিয়োগ

Bishnupur Public Institute of Engineering (BPIE)–এ বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট তারিখের মধ্যে আবেদন করতে পারবেন।


🏫 প্রতিষ্ঠানের নাম

Bishnupur Public Institute of Engineering (BPIE)
Siromoni, Bishnupur, Bankura
PIN – 722122


🧑‍🏫 শূন্যপদের বিবরণ

  • Principal (অধ্যক্ষ)
  • Professor
  • Associate Professor
  • Assistant Professor
  • Librarian
  • Administrative Staffs
  • F.E., M.E., C.S.E. & A.I. (Artificial Intelligence) বিভাগে শিক্ষক ও স্টাফ

🎓 যোগ্যতা ও বেতন

  • যোগ্যতা ও বেতন: AICTE (All India Council for Technical Education)–এর নিয়ম অনুযায়ী

🗓️ আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ

  • আবেদন শুরু: 10 জানুয়ারি 2026
  • আবেদন শেষ: 14 জানুয়ারি 2026
  • ইন্টারভিউয়ের তারিখ: 20 জানুয়ারি 2026
  • ইন্টারভিউয়ের সময়: সকাল 10টা
  • ইন্টারভিউ ভেন্যু:
    Global Foundation, Bishnupur Bus Stand (Khashkhajra),
    Bishnupur, Bankura – 722122
READ MORE  RRB NTPC Graduate Level Result 2025 Releasing Anytime Soon at rrbcdg.gov.in, Check When and Where to Download Scorecard PDF - Link Here - Jagran Josh

📄 আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের নিচের ডকুমেন্টগুলোর জেরক্স কপি নিয়ে সরাসরি ইন্টারভিউতে উপস্থিত থাকতে হবে:

  • সমস্ত শিক্ষাগত সার্টিফিকেট
  • PAN Card
  • Aadhaar Card
  • CV (রিজিউমে – নিজের নামসহ)

📌 বিশেষ দ্রষ্টব্য

  • নিয়োগ সংক্রান্ত সব শর্ত AICTE নিয়ম অনুযায়ী প্রযোজ্য
  • আবেদনকারীদের সময়মতো উপস্থিত থাকার অনুরোধ করা হচ্ছে

📢 পড়াশুনো প্রাইম গ্রুপ সংক্রান্ত ঘোষণা

পড়াশুনো (PoraShuno) প্রাইম গ্রুপ এ মাত্র ১২০ টাকা পে করে নতুন যুক্ত হয়ে যান।

READ MORE  RRB ALP উত্তরপত্র প্রকাশিত! 🎉

গ্রুপে জয়েন করা পুরোপুরি আপনার ইচ্ছা, কারও ওপর কোনো চাপ নেই। ভালো না লাগলে জয়েন করবেন না, কিন্তু দয়া করে অযথা নেগেটিভ কমেন্ট করবেন না।

এই গ্রুপ থেকেই অনেক বন্ধু আগেই প্রাইভেট স্কুল ও সরকারি জায়গায় Contractual আর Permanent কাজ পেয়েছেন, কারণ এখানে নিয়মিত জব আপডেট, দরকারি খবর আর স্টাডি ম্যাটেরিয়াল দেওয়া হয়।

যাঁরা সত্যিই চাকরি চান আর কেরিয়ার নিয়ে সিরিয়াস, তাঁদের জন্য মাত্র ১২০ টাকা এক বছরের ইনভেস্ট টা আসলে নিজের ভবিষ্যতে ইনভেস্ট। এমনি সময় ফালতু কত খরচ করি তখন এত ভাববেন না। ভালো কাজ করতে হলে বেশি চিন্তা করেন। এক মাস থেকে দেখুন। তাহলে একটু আপডেট থাকবেন ও চাকরীর সমস্ত আপডেট পেয়ে যাবেন।

READ MORE  Indian Overseas Bank Recruitment 2025: Registration begins for 750 vacancies at iob.in; exam on Aug 24

জয়েন করতে চাইলে QR কোডে বা PoraShunoChannel@okicici–তে পেমেন্ট করে স্ক্রিনশট পাঠান।
📞 যোগাযোগ: 7001471846

ধন্যবাদ — পড়াশুনো প্রাইম।


Leave a Reply

You cannot copy content of this page

Scroll to Top