কলকাতা ব্লাইন্ড স্কুলে ক্লার্ক নিয়োগ |

কলিকাতা অন্ধ বিদ্যালয়ের নিম্নোক্ত পদের জন্য ভারতীয় নাগরিকদের কাছ থেকে দরখাস্তের আহ্বান করা হচ্ছে। দরখাস্তের বিজ্ঞাপন প্রকাশের দিন থেকে ১৫ দিনের মধ্যে (20 January 2024 এর মধ্যে)

ক্যালকাটা ব্লাইন্ড স্কুল

কলিকাতা অন্ধ বিদ্যালয়ের ৬৪৩, ডায়মন্ড হারবার রোড, বেহালা, কলকাতা-৭০০০৩৪ অধ্যক্ষের নিকট পৌঁছানো আবশ্যিক। দরখাস্তের সাথে যাবতীয় প্রত্যয়িত নথিপত্র/শংসাপত্র ইত্যাদি থাকা আবশ্যিক।

পদের নামঃ- ক্যাশিয়ার-কাম-ক্লার্ক। পদ সংখ্যা-১ (গ্রুপ সি)। পদটি অসংরক্ষিত। শিক্ষাগত যোগ্যতাঃ স্কুল ফাইনাল/মাধ্যমিক (অভিজ্ঞতাসম্পন্ন)। বয়সসীমাঃ- (০১/০১/২০২৪) ৪০ বছর। তপশিলি জাতি, উপজাতি এবং প্রতিবন্ধীদের বয়স নিয়ম অনুযায়ী শিথিল যোগ্য।

READ MORE  রায়গঞ্জ কোর্ট (উত্তর দিনাজপুর) Group D পরীক্ষা🎯 অ্যাডমিট কার্ড ডাউনলোড করুন!

বেতনক্রমঃ- পশ্চিমবঙ্গ সরকারের তৃতীয় শ্রেণী কর্মচারীর বেতনক্রম অনুযায়ী।

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের আবেদন ফি দিতে হবে। আবেদনকারীদের ১৬০/- টাকা দিতে হবে যেকোনো ব্যাঙ্ক অফ বরোদা শাখার ডিমান্ড ড্রাফ্টের মাধ্যমে বেহালা শাখা, কলকাতায় প্রদেয় এবং ডিমান্ড ড্রাফ্ট CALCUTTA BLIND SCHOOL-এর অনুকূলে জারি করতে হবে।

READ MORE  25th July 2023 চাকরীর টুকরো খবর

তপশিলি জাতি/উপজাতি/অন্যান্য অনগ্রসর জাতি এবং প্রতিবন্ধী প্রার্থী যাদের ৪০ শতাংশ-এর বেশি অক্ষমতা (শুধু পশ্চিমবঙ্গে) তাদের ফি দিতে হবে না।

অনুগ্রহ করে মনে রাখবেনঃ- (১) তপশিলি জাতি/উপজাতি/অন্যান্য অনগ্রসর জাতি প্রার্থীদের (পশ্চিমবঙ্গ রাজ্য নয়) দিতে হবে প্রয়োজনীয় ফি পরিমাণ। (২) ফি-এর পরিমাণ অ-ফেরতযোগ্য। (৩) ক্যাশিয়ার-কাম-ক্লার্ক নির্ধারণ করা হবে প্রাথমিক পরীক্ষার পরে কম্পিউটার টেস্ট ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে।

READ MORE  28 জুন 2023 চাকরীর টুকরো খবর

Leave a Reply

Scroll to Top