10th Sep 23 Current Affairs

প্রশ্ন. ভারতের প্রথম সোলার সিটি সম্প্রতি কোন রাজ্যে উদ্বোধন করা হবে?

উত্তরঃ মধ্যপ্রদেশ

প্রশ্ন. সম্প্রতি কোন রাজ্যের কোরাপুটের কালোজিরা এবং রায়গাদা শাল জিআই ট্যাগ পেয়েছে?

উত্তরঃ ওড়িশা

প্রশ্ন. সম্প্রতি রাধিকা আয়েঙ্গার লেখা ‘ফায়ার অন দ্য গঙ্গা’ বইটি কে প্রকাশ করেছেন?

উত্তরঃ হার্পারকলিন্স

প্রশ্ন. কোন রাজ্য সরকার সম্প্রতি ‘মুখ্যমন্ত্রী মেধবী ছাত্র প্রচার যোজনা’ চালু করেছে?

উত্তরঃ ওড়িশা

প্রশ্ন. সম্প্রতি ‘ICC পুরুষ ক্রিকেট বিশ্বকাপ 2023’ কে স্পনসর করবে?

উত্তরঃ মাহিন্দ্রা গ্রুপ

প্রশ্ন. স্পেশাল প্রোটেকশন গ্রুপ (SPG) এর মধ্যে কে সম্প্রতি 61 বছর বয়সে মারা গেছেন?

উত্তরঃ পরিচালক অরুণ কুমার সিনহা

প্রশ্ন. সম্প্রতি ভারতের প্রথম UPI ATM কে চালু করেছেন?

উত্তরঃ হিটাচি পেমেন্ট সার্ভিসেস

প্রশ্ন. সম্প্রতি কোন দিন ‘আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা দিবস’ পালিত হচ্ছে?

উত্তরঃ ০৭ সেপ্টেম্বর

প্রশ্ন. সাম্প্রতিক টাটা স্টিল চেস ইন্ডিয়া মহিলা র‌্যাপিড টুর্নামেন্ট 2023-এ কে বিজয়ী হয়েছেন?

উত্তর: দিব্যা দেশমুখ

প্রশ্ন. বিশ্বের সবচেয়ে উঁচু ‘নটরাজ মূর্তি’ সম্প্রতি কোথায় স্থাপন করা হয়েছে?

উত্তর: নয়াদিল্লি

Leave a Reply

Scroll to Top