প্রশ্ন. সম্প্রতি কোন দিন ‘মহেন্দ্রগিরি’ যুদ্ধজাহাজ ভারতীয় নৌবাহিনীর বহরে যুক্ত হবে?
উত্তরঃ ০১ সেপ্টেম্বর
প্রশ্ন. সম্প্রতি, ৪ঠা অক্টোবর ‘বিশ্বকাপ 2023’-এর উদ্বোধনী অনুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তরঃ আহমেদাবাদ, গুজরাট
প্রশ্ন. সম্প্রতি ‘গুজরাট’ রাজ্য সরকার ওবিসি সংরক্ষণ 10% থেকে বাড়িয়ে কত করেছে?
উত্তর: 27%
প্রশ্ন. সম্প্রতি ক্যান্সার বিশেষজ্ঞ ডা. রবি কানন কোন পুরস্কার পেয়েছেন?
উত্তরঃ র্যামন ম্যাগসেসে
প্রশ্ন. সম্প্রতি, কোন দেশে বার্ষিক ‘ক্যান্ডি এসলা পেরাহারা’ ক্যান্ডির সেক্রেড টুথ রিলিক মন্দিরে পালিত হচ্ছে?
উত্তরঃ শ্রীলঙ্কা
প্রশ্ন. সম্প্রতি, ভারতের আর কোথায় পঞ্চম ‘বার্ষিক প্রতিরক্ষা সংলাপ’ আয়োজন করা হয়েছে?
উত্তরঃ বাংলাদেশ ঢাকা
প্রশ্ন. সম্প্রতি কোন IRTS অফিসারকে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এবং সিইও হিসেবে নিয়োগ করা হয়েছে?
উত্তর: ‘জয়া ভার্মা সিনহা’
প্রশ্ন. সম্প্রতি কোন রাজ্যের ‘চকুয়া চাল’ জিআই ট্যাগ পেয়েছে?
উত্তরঃ আসাম
প্রশ্ন. সম্প্রতি ভারতীয় ক্রিকেট দলের হোম ম্যাচের সম্প্রচার স্বত্ব কে নিয়েছে?
উত্তরঃ ভায়াকম 18
প্রশ্ন. সম্প্রতি কোন দেশ ‘গ্লোবাল ইন্ডিয়া AI 2023’ এর প্রথম সংস্করণের আয়োজন করবে?
উত্তর ভারত