28th Aug 23 Current Affairs

প্রশ্ন. সম্প্রতি দাবা বিশ্বকাপ 2023 কে জিতেছে?

উত্তরঃ ম্যাগনাস কার্লসেন

প্রশ্ন. সম্প্রতি কোন রাজ্য ‘পুষ্টি সচেতনতা সূচক 2023’ শীর্ষে রয়েছে?

উত্তরঃ পাঞ্জাব

প্রশ্ন. সম্প্রতি কার রচিত ‘ইঙ্ক অন লাভ: দ্য লাইফ ভিশন অ্যান্ড গানস অফ কবীর’ বইটি প্রকাশিত হবে?

উত্তরঃ বিপুল রিখি

প্রশ্ন. সম্প্রতি কতটি নতুন দেশ ‘ব্রিকস গ্রুপে’ যোগ দেবে?

উত্তর: 06

প্রশ্ন. সম্প্রতি প্রকাশিত ‘ক্লিন এয়ার সার্ভে 2023’-এ কোন শহর শীর্ষে রয়েছে?

উত্তরঃ ইন্দোর

প্রশ্ন. সম্প্রতি রাজস্থানে কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর কে উদ্বোধন করেছেন?

উত্তরঃ ৩৩টি ‘খেলো ইন্ডিয়া সেন্টার’

প্রশ্ন. সম্প্রতি ‘তিরুবনন্তপুরমে’ কোন রাজ্যের প্রথম এআই স্কুল চালু হয়েছে?

উত্তরঃ কেরালা

প্রশ্ন. ভারতের কোন মহান গণিতবিদ এবং পরিসংখ্যানবিদ সম্প্রতি 103 বছর বয়সে মারা গেছেন?

উত্তর: ‘সি রাধাকৃষ্ণ রাও’

প্রশ্ন. সম্প্রতি ‘শিক্ষা মন্ত্রণালয়ের’ নতুন সিলেবাস অনুযায়ী বছরে কতবার বোর্ড পরীক্ষা নেওয়া হবে?

উত্তরঃ দুইবার

প্রশ্ন. সম্প্রতি ‘ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং’ (UWW) রেসলিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (WFI) কত দিনের জন্য স্থগিত করেছে?

উত্তর: অনির্দিষ্টকালের জন্য

Leave a Reply

Scroll to Top