পড়াশুনো ওয়েবসাইটে আপনাকে স্বাগতম! মিশন গার্লস’ হাই স্কুল (এইচ.এস.), বাঁকুড়ায় শিক্ষিকা এবং ক্লার্ক পদে আবেদন জানানো যাচ্ছে ।
**পদের সংখ্যা:**
– মহিলা সহকারী শিক্ষিকা: ৪ জন

– শিক্ষাগত যোগ্যতা:
১. বাংলা (বিএ, বি.এড)
২. ইংরেজি (বিএ, বি.এড)
৩. পিউর সাইন্স (বিএসসি, বি.এড)
৪. বায়োলজিক্যাল সাইন্স (বিএসসি, বি.এড)
– ক্লার্ক: ১ জন
– যোগ্যতা: মাধ্যমিক পাস বা সমমান
– পক্ষপত্তি: কম্পিউটার জ্ঞানে প্রাধান্য
**আবেদনের নির্দেশ:**
– আবেদনকারীদের বায়োডেটা সহ পূর্ণ বায়োডাটা দিয়ে ১৫ (পনের) দিনের মধ্যে জমা দিতে হবে। (9ই সেপ্টেম্বর 2023)
– আবেদনপত্র সম্পূর্ণ জীবনবৃত্তান্তের কপি (সিভি) সহিত দুটি (২) সেট সমস্ত ডকুমেন্টস এর জেরক্স কপি সংযুক্ত করতে হবে।
– সব প্রমাণপত্রের ফটোকপি তে সেলফ ATTESTED করে তার সহিত EPIC / PAN/ AADHAAR প্রদান করতে হবে .
– এসসি/এসটি/ওবিসি প্রার্থীদের জন্য প্রমাণ কপির জেরক্স প্রদান করতে হবে.
– ২ (দুটি) খামএ স্ব-ঠিকানা লিখে খাম দুটিও প্রদান করতে হবে।
**মন্তব্য:**
– অসম্পূর্ণ আবেদন বাতিল করার ক্ষমতা স্কুলের হাতে রয়েছে সেটি উল্যেখ করা হয়েছে ।
উল্লিখিত নিয়োগগুলি আবেদনপত্রের মাধ্যমে করা হবে।
আবেদনপত্র সম্পূর্ণ বিবরণ সহ প্রেরণ করুন এই ঠিকানায়: মিশন গার্লস’ হাই স্কুল (এইচ.এস.), বাঁকুড়া, পি.ও. + জেলা: বাঁকুড়া, পিন – 722101, পশ্চিমবঙ্গ।
[আপনাকে সাজেস্ট করা হচ্ছে আধিকারিক বিজ্ঞপ্তি প্লিজ দেখে নেবেন। যা নিম্নে প্রদান করা হলো ]
