প্রশ্ন. কোন দেশ সম্প্রতি ‘9ম মহিলা ফিফা ফুটবল বিশ্বকাপ 2023’ শিরোপা জিতেছে?
উত্তরঃ স্পেন
প্রশ্ন. সম্প্রতি, 46তম বিশ্ব অনূর্ধ্ব-20 রেসলিং চ্যাম্পিয়নশিপ 2023-এ ভারতীয় কুস্তিগীররা মোট ‘কিতনে জিতে হ্যায়?
উত্তর: 14টি পদক
প্রশ্ন. সম্প্রতি BPCL কাকে তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়েছে?
উত্তরঃ রাহুল দ্রাবিড়
প্রশ্ন. সম্প্রতি কোন দেশ ভারতের জন ঔষধি কেন্দ্র মডেল অনুসরণ করতে চায়?
উত্তরঃ ইন্দোনেশিয়া
প্রশ্ন. কোন রাজ্য সরকার সম্প্রতি 100 বছরের পুরনো সঙ্গীত ঐতিহ্য ‘মাইহার ব্যান্ড’-এর পুনরুজ্জীবন ঘোষণা করেছে?
উত্তরঃ মধ্যপ্রদেশ
প্রশ্ন. কোন রাজ্যের ‘গুয়াহাটি বিমানবন্দর’ সম্প্রতি ডিজি যাত্রা পেতে উত্তর পূর্বের প্রথম বিমানবন্দর হয়ে উঠেছে?
উত্তরঃ আসাম
প্রশ্ন. সম্প্রতি কোন রাজ্য সরকার জন্মাষ্টমীতে ‘প্রো গোবিন্দ প্রতিযোগিতা’র আয়োজন করবে?
উত্তরঃ মহারাষ্ট্র
প্রশ্ন. সম্প্রতি, কোন স্থানের টিউলিপ বাগান ‘ওয়ার্ল্ড বুক অফ রেকর্ড’-এ স্থান পেয়েছে?
উত্তরঃ শ্রীনগর
প্রশ্ন. সম্প্রতি, ‘পিএম ই-বাস সেবা’ উদ্যোগের অধীনে কেন্দ্র সরকার কতগুলি বাস চালু করার অনুমোদন দিয়েছে?
উত্তরঃ ১০ হাজার
প্রশ্ন. লোকসভার স্পিকার ওম বিড়লা সম্প্রতি ‘9ম কমনওয়েলথ সংসদীয় সম্মেলন’ কোথায় উদ্বোধন করেছেন?
উত্তরঃ উদয়পুর