22 Aug 23 CURRENT AFFAIRS

প্রশ্ন. সম্প্রতি উত্তর ভারতের প্রথম ‘স্কিন ব্যাঙ্ক’ কোথায় উদ্বোধন করা হয়েছে?

উত্তর- নয়াদিল্লি।

প্রশ্ন. কোন রাজ্য সরকার সম্প্রতি বিঠল রুকমণি বারকরী বীমা ছাত্র যোজনা চালু করেছে?

উত্তর- মহারাষ্ট্র।

প্রশ্ন. সম্প্রতি UNWTO এবং কোন দেশ পর্যটনে সহযোগিতা বাড়াতে একটি চুক্তি স্বাক্ষর করেছে?

উত্তর ভারত।

প্রশ্ন. কোন রাজ্য সরকার সম্প্রতি দরিদ্রদের বিনামূল্যে আইনি সহায়তা প্রদানের জন্য LADCS বাস্তবায়ন করেছে?

উত্তর – উত্তরপ্রদেশ।

প্রশ্ন. সম্প্রতি কে মর্যাদাপূর্ণ ‘অধ্যাপক কোঠাপল্লী জয়শঙ্কর পুরস্কার’-এ ভূষিত হয়েছেন?

উত্তর – আচার্য এন গোপী।

প্রশ্ন. সম্প্রতি একজন প্রত্নতাত্ত্বিক দ্বারা মধ্য প্রস্তর যুগের রক পেইন্টিং কোথায় আবিষ্কৃত হয়েছে?

উত্তর – অন্ধ্রপ্রদেশ।

প্রশ্ন. সম্প্রতি কোনটি ভারতের সবচেয়ে আকর্ষণীয় নিয়োগকর্তা ব্র্যান্ড হয়ে উঠেছে?

উত্তর – টাটা পাওয়ার।

প্রশ্ন. রাজ্য-স্তরের যোগব্যায়াম অধিবেশনের জন্য সবচেয়ে বেশি সংখ্যক লোক জমায়েতের জন্য ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ড’ কোথায় সেট করা হয়েছে?

উত্তর-সুরাত।

প্রশ্ন. ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি কোথায় অগ্নেয়াস্ত্র-১ পরিচালনা করেছে?

উত্তর- লাদাখ।

প্রশ্ন. সম্প্রতি ‘মার্সেল সিওলাকু’ কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন?

উত্তর- রোমানিয়া।

প্রশ্ন. ফিচ রেটিং 2023-24 আর্থিক বছরের জন্য ভারতের জিডিপি বৃদ্ধির হার কত শতাংশ অনুমান করেছে?

উত্তর – 6.3%

Leave a Reply

You cannot copy content of this page

Scroll to Top