20th Aug 23 Current Affairs

প্রশ্ন. ভারতের প্রথম ‘ড্রোন টেস্টিং সেন্টার’ সম্প্রতি কোন রাজ্যে খোলা হবে?

উত্তরঃ তামিলনাড়ু

প্রশ্ন. সম্প্রতি ভারত সামুদ্রিক নজরদারির জন্য কোন দেশের কাছে ‘ড্রোনিয়ার 228’ বিমান হস্তান্তর করেছে?

উত্তরঃ শ্রীলঙ্কা

প্রশ্ন. সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় কোন প্রচারণা শুরু করেছে?

উত্তরঃ ‘PM USHA’

প্রশ্ন. সম্প্রতি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (ADB) কোন রাজ্যে ইন্টিগ্রেটেড আর্লি চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম এবং মাতৃ মানসিক স্বাস্থ্য কর্মসূচির জন্য $40.5 মিলিয়ন ঋণ অনুমোদন করেছে?

উত্তরঃ মেঘালয়

প্রশ্ন. সম্প্রতি ভারতীয় বংশোদ্ভূত অর্থনীতিবিদ রাজচেট্টি হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের কোন পুরস্কারে সম্মানিত হয়েছেন?

উত্তরঃ জর্জ লেডলি পুরস্কার

প্রশ্ন. সম্প্রতি কেন্দ্রীয় সরকার 2027 সালের লক্ষ্য নির্ধারণ করেছে কোন রোগ নির্মূল করতে?

উত্তরঃ লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিস

প্রশ্ন. কোন রাজ্য সরকার সম্প্রতি বিনামূল্যে ওনাম কিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে?

উত্তরঃ কেরালা

প্রশ্ন. সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোন প্রচারণা শুরু করেছেন?

উত্তরঃ ‘আমার বাংলা, নেশামুক্ত বাংলা’

প্রশ্ন. সম্প্রতি ISSF বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতীয় পুরুষদের পিস্তল দল কোন পদক জিতেছে?

উত্তরঃ ব্রোঞ্জ মেডেল

প্রশ্ন. কে সম্প্রতি IIT দিল্লি ক্যাম্পাসে জেনারেটিভ AI-তে একটি ‘সেন্টার অফ এক্সিলেন্স’ চালু করেছেন?

উত্তরঃ উইপ্রো

Leave a Reply

You cannot copy content of this page

Scroll to Top