Darjeeling এ ডেটা এন্ট্রি অপারেটর ও ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে নিয়োগ

হ্যালো বন্ধুরা, বেশি বাজে না লিখে ডিরেক্ট কাজের কথা বলছি: নিম্নে দেখো 1 টি 1 টি করে শূন্যপদে আবেদন করতে পারবে তোমরা । 1 টি শূন্য পদ দেখে অনেকে এগোবে না । যে এগোবে তার চাকরীর চান্স হবে । সুতরাং একটু একটু করেই আবেদন করো, চেষ্টা করো অভিজ্ঞতা থেকেই একদিন হবে ।

পদ এর নাম – ডেটা এন্ট্রি অপারেটর
শিক্ষাগত যোগ্যতা: ডেটা এন্ট্রি অপারেটর তথা DEO পদে আবেদনের জন্য স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে। সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপর ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে ।

বেতন: নিয়োগের পর পর এই পদের ক্ষেত্রে মাসিক বেতন কর্মী পিছু 20,000/- টাকা থেকে শুরু করে।

READ MORE  গ্র্যাজুয়েশন পাশে 9 জন ডেটা ম্যানেজার ও অ্যাকাউন্ট্যান্ট পদে নিয়োগ

পদ – ল্যাবরেটরি টেকনিশিয়ান
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ক্ষেত্র থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রি কিংবা ডিপ্লোমা সম্পন্ন করে থাকতে হবে।

মাসিক বেতন: এক্ষেত্রে কর্মী পিছু মাসিক গড় বেতন 30,000/- টাকা থেকে শুরু হচ্ছে।



প্রার্থীর বয়সসীমা: অফিসিয়াল নোটিফিকেশনে সরাসরি বয়স উল্লেখ করা হয়নি। সেক্ষেত্রে প্রাপ্ত বয়স্ক সঙ্গে উল্লিখিত শিক্ষাগত যোগ্যতার অধিকারী হলেই আবেদন যোগ্য বলে বিবেচিত হবেন।



আবেদন পদ্ধতি: অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিচে দেওয়া লিংক থেকে নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে বের করে নিন।

READ MORE  WBPDCL নিয়োগ ২০২৫ – ৪৯৯টি সহকারী ম্যানেজার, টেকনিশিয়ান পদে আবেদন করুন

নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, বয়স, জেন্ডার, শিক্ষাগত যোগ্যতা, ঠিকানা ইত্যাদি তথ্য দিয়ে আবেদন পত্র পূরণ করুন।

সঙ্গে অবশ্যই মনে করে নিজের একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি প্রদান করুন আবেদনপত্রে।

নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন। সঙ্গে ফর্মের মধ্যে একটি সিগনেচার করে দিন নিজের।

সবার শেষে যাবতীয় ডকুমেন্ট সমেত এগুলি সব একটি খামের ভেতর ভরে ফেলুন। এবং তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।


আবেদনের সময়সীমা: আগামী 29 আগস্ট, 2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশনের লিংক দেওয়া হয়েছে, সেখানেই নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম এবং এই ফর্ম পাঠানোর ঠিকানা দেওয়া হয়েছে।


OFFICIAL NOTIFICATION & APPLICATION FORM

Leave a Reply

You cannot copy content of this page

Scroll to Top