সাউথ চব্বিশ পরগনা স্কুলে সরকারি ভাবে 15 জন কর্মী নিয়োগ

হ্যালো বন্ধুরা, পশ্চিমবঙ্গের একটি সরকারি স্কুলের তরফ থেকে সরকারি পদে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে এবং সরকারি পদে ক্লার্ক লাইব্রেরিয়ান ও গ্রুপ ডি কর্মীও নিয়োগ করা হবে। এরকম একটি বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে আজকের “The Statesman” পত্রিকাতে। আসুন জেনে নিন স্কুলটি কোথায় স্কুলের নাম কি এবং কিভাবে আবেদন করব ও যাবতীয় ডিটেলস ।
স্কুলের নাম বিষ্ণুপুর শিক্ষা সংঘ । স্কুলটি বিষ্ণুপুর, জেলা – দক্ষিণ 24 পরগণাতে অবস্থিত এবং স্কুলটি ক্রিশ্চিয়ান মাইনরিটি এর আন্ডারে। আগামী ২৬ শে আগস্ট এর আগে যারা ইচ্ছুক প্রার্থীরা আছে তারা আবেদন করতে পারেন নিচের দেওয়া অ্যাড্রেস এ ।

যোগ্য ভারতীয় নাগরিকরা সেক্রেটারি, সেক্রেটারি, বিষ্ণুপুর শিক্ষা সংঘ স্কুল P.O+PS-Bishnupur, Dist South 24 Pgs Pin-743503 এই ঠিকানায় আবেদন করতে পারেন। বিজ্ঞাপনের তারিখ থেকে 15 দিনের মধ্যে। বায়ো-ডেটা এবং এপিকের ফটোকপি সহ সমস্ত প্রশংসাপত্রের স্ব-প্রত্যয়িত ফটোকপির দুটি সেট সংযুক্ত করুন।



স্যালারি ও বয়স :
3রা ফেব্রুয়ারি 2016 তারিখের G.O 79-ES/S/10R-14/2013 অনুযায়ী নিয়োগ করা হবে। SSC (স্কুল সার্ভিস কমিশন) নিয়ম অনুযায়ী বয়সসীমা ইত্যাদি। সরকারের জন্য সর্বশেষ ROPA অনুযায়ী বেতনের স্কেল ।

READ MORE  Graduation Pass Job : 3500 শূন্যপদে ব্যাংকে ক্লার্ক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, দেখে নিন আবেদন পদ্ধতি | Bank Clerk Recruitment

নোটিফিকেশনে TGT ও PGT পোস্টে শিক্ষক শিক্ষিকা নেওয়া হবে ও গ্রুপ C গ্রুপ D কর্মী নিয়োগ করা হবে, এমন টি মেনসন করা হয় হয়েছে।
GOVERNMENT নিয়ম অনুযায়ী শিক্ষক শিক্ষিকা পদে যারা আবেদন করতে চান , সেক্ষেত্রে আপনাদের গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে আবেদন বিষয় নিয়ে ও বি এড কমপ্লিট করে থাকতে হবে এবং গ্রুপ ডি গ্রুপ সি পদে যারা আবেদন করতে চান সেক্ষেত্রে মাধ্যমিক পাস করে থাকলেই আবেদন করতে পারবেন কিন্তু সঙ্গে কম্পিউটারের নলেজ থাকা বাধ্যতামূলক ।
যারা ইচ্ছুক পার্থী আছেন । তারা আপনাদের সিভি ও এক কপি চিঠি (আবেদন পত্র) ও যাবতীয় ডকুমেন্টসের জেরক্স কপি পাঠিয়ে আবেদন করতে পারবেন ।



টিচিং নির্বাচন পদ্ধতি : লিখিত পরীক্ষা, সাক্ষাত্কার এবং ডেমো ক্লাস (টিচিং পদের জন্য) হবে। তারপর মেরিট লিস্ট প্রকাশ করা হবে ও নিয়োগ সম্পন্ন করা হবে ।





ডিটেইলস –

স্থায়ী ভাবে মাধ্যমিক অধিদপ্তরের অধীনে অসিস্ট্যান্ট শিক্ষক ১০ (দশ) জনের প্রয়োজন। স্থানিক বিভাগের জন্য যে যোগ্যতা প্রয়োজন সেগুলি নিম্নলিখিতঃ

1. বাঙালি বিষয়ে বিএ, বিএড (02) টি
2. ইংরেজি বিষয়ে বিএ, বিএড (02) টি
3. ইতিহাস বিষয়ে বিএ, বিএড (01) টি
4. গণিত বিষয়ে বিএসসি, বিএড (01) টি
5. ভূগোল বিষয়ে বিএ/বিএসসি, বিএড (02) টি
6. জীববিজ্ঞান বিষয়ে বিএসসি, বিএড (01) টি
7. পাস গ্রাজুয়েট, বিএড শ্রম শিক্ষা (01) টি
8. HS বিভাগে অসিস্ট্যান্ট শিক্ষকের প্রয়োজন, যার যোগ্যতা হলো M.Com, বিএড হিসাবরক্ষণ (02) টি।

READ MORE  সরকারি চাকরি চাই? পশ্চিমবঙ্গে ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর পদে বড় নিয়োগ!"

এছাড়াও, স্থায়ী ভাবে নিম্নলিখিত পদে অশিক্ষক কর্মী নিয়োগ । প্রয়োজন তাদের যোগ্যতা ও সহায়তার বিবরণ নিম্নলিখিতঃ

1. গ্রন্থাগারিক (যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি এবং পুনঃনির্ধারিত প্রতিষ্ঠান/বিশ্ববিদ্যালয় থেকে লাইব্রেরি বিজ্ঞান ডিগ্রি বা ডিপ্লোমা) – ১ (এক) জন
2. ক্লার্ক – ০২ (দুটি) জন (যারা মাধ্যমিক বা সমতুল্য পাস করেছেন, যাদের কাছে কম্পিউটার জ্ঞান থাকলে প্রাথমিকতা দেওয়া হবে)
3. গ্রুপ-ডি – ০২ (দুটি) জন (যারা মাধ্যমিক শ্রেণির সাতম বা তার সমতুল্য পরীক্ষার অনুমোদিত স্কুল থেকে বিহীন পাস করেছেন)

READ MORE  28 জুন 2023 চাকরীর টুকরো খবর

উল্লিখিত নিয়োগ প্রক্রিয়া সরকারি সাহায্যিত খ্রিস্টিয় অল্পসংখ্যক প্রতিষ্ঠান বিষ্ণুপুর শিক্ষা সংঘ অধীনে হবে। প্রাপ্ত ভারতীয় নাগরিকরা বিজ্ঞপ্তির তারিখ হতে ১৫ (পনের) দিনের মধ্যে বাই পোস্ট মাধ্যমে সকল প্রয়োজনীয় প্রমাণিক ফটোকপি এবং পূর্ণ বায়ো-ডেটা এবং ছবি সহ আবেদন করতে পারবেন। বয়স সীমা, যোগ্যতা সর্বশেষ পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের নিয়মানুযায়ী এবং বেতন সর্বশেষ রাজপা-2019 অনুসারে। (এসসি/এসটি/ওবিসি প্রার্থীদের বয়স এবং যোগ্যতার মৃত্যুর জন্য পশ্চিমবঙ্গ সরকারের নিয়মানুযায়ী ছাড় দেওয়া হবে) নোটঃ অপূর্ণ আবেদনগুলি বাদ হয়ে যাওয়ার চান্স আছে ।

সহকারী / হেডমিস্ট্রেস

বিষ্ণুপুর শিক্ষা সংঘ পোস্ট অফিস + পুলিশ স্থানীয়কার বিষ্ণুপুর, জেলা – দক্ষিণ ২৪ পরগণা, পিন- ৭৪৩৫০৩

অফিসিয়াল বিজ্ঞপ্তি👇

Leave a Reply

You cannot copy content of this page

Scroll to Top