পশ্চিমবঙ্গের একলব্য স্কুলে কন্ট্রাক্টচুয়াল শিক্ষক শিক্ষিকা নিয়োগ

বন্ধুরা, বীরভূম এর তরফ থেকে একটি বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে

যেখানে বলা হচ্ছে, 1 বছরের চুক্তির ভিত্তিতে কিছু শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে । আমার মতে অনেকেই তো আপনারা একলব্য রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পার্মানেন্ট পোস্টে আবেদন করেছেন ।

এবং সেখানে এক্সাম কেমন হয়, কি ধাঁচের প্রশ্ন আসে সেই অভিজ্ঞ্যতা টাও দরকার । সে জন্য এই পরীক্ষা টা আপনারা দিন। এর জন্য কোনো রকম আবেদন মূল্য যেহেতু লাগছে না।

কেবল যাতায়াতের খরচ লাগবে । এতে আপনাদের ই উপকার হবে । অর্থাৎ পরীক্ষা দেওয়ার আগে পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন । চাকরি টা করতে হবে বা পাওয়ার জন্য পরীক্ষা টি দিতে বলছি না । আর যদি পেয়ে যান তখন তো অবশ্যই ভালো ।

এবার চলুন জেনে নিই, কি কি বিষয়ে শূন্যপদ বেরিয়েছে, এবং কত কি স্যালারি ও অন্যান্য বৃতান্ত।

READ MORE  G K School নিয়োগ বিজ্ঞপ্তি

স্কুল টি (একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল) বীরভূম জেলায় অবস্থিত, যেখানে 3 (তিন) অতিথি শিক্ষকের পদে অস্থায়ী চুক্তিভিত্তিক নিয়োগের জন্য ইমেইল আইডি – gtengagementemrsbirbhum2023@gmail.com তে আপনাদের যাবতীয় ডকুমেন্ট পাঠিয়ে আবেদন করুন ।

বীরভূম আদিবাসী উন্নয়ন বিভাগের সামগ্রিক নিয়ন্ত্রণে পর্ষদ (PBAKOSP, একটি নিবন্ধিত সমাজ) দ্বারা পরিচালিত স্কুল টিকে শুধুমাত্র 1 (এক) বছরের সময়ের জন্য সম্পূর্ণরূপে অস্থায়ী ভিত্তিতে শিক্ষক শিক্ষিকা নিযুক্ত করা হবে এবং পারিশ্রমিক প্রতি মাসে 12000/- (বারো হাজার টাকা) সংশ্লিষ্ট অতিথি শিক্ষককে (চুক্তিভিত্তিক) প্রদান করা হবে।

শুধুমাত্র PBAKOSP, বীরভূম জেলা কমিটির বিবেচনার ভিত্তিতে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো যেতে পারে।



বয়স : 30.06.2023 তারিখ অনুযায়ী সর্বোচ্চ বয়সসীমা 40 (চল্লিশ)।

ইচ্ছুক প্রার্থীদের তার পরিচয় প্রমাণ, ঠিকানার প্রমাণ, বয়স প্রমাণ, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য পছন্দসই যোগ্যতা/অভিজ্ঞতার সমর্থনে সাম্প্রতিক রঙিন ছবি এবং প্রাসঙ্গিক প্রশংসাপত্রের নথির একটি অনুলিপি সহ আবেদন করতে হবে।

আবেদন প্রাপ্তির শেষ তারিখ হল 09.08.2023 বিকাল 5.00 মিনিটে।

নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ে একটি লিখিত পরীক্ষা (বিষয়ভিত্তিক প্রশ্ন 80 নম্বর) এবং সাক্ষাত্কারের (20 নম্বর) মাধ্যমে জেলা স্তরের নির্বাচন কমিটি, বীরভূম দ্বারা পার্থী বাছাই করা হবে

লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে শুধুমাত্র প্রত্যেক বিষয়ের শীর্ষ 3 প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।

তথ্যে কোনো ভুল ত্রুটি থাকলে যেকোনো পর্যায়ে প্রার্থীর আবেদন প্রত্যাখ্যান করা হবে ।

আবেদনকরীরা কেবল নথি সহ আবেদন লিখে মেল মারফত অ্যাপ্লাই করবে

প্রার্থীদের এই বিষয়ে পরবর্তী যেকোনো তথ্য/আপডেটের জন্য নিয়মিতভাবে জেলার ওয়েবসাইট (www.birbhum.gov.in) দেখার জন্য অনুরোধ করা হচ্ছে।

gtrengagementemrsbirbhum2023@gmail.com। অন্য কোনো মোড বা অন্য কোনো ইমেল আইডিতে আবেদন প্রত্যাখ্যান করা হবে।

READ MORE  স্বাস্থ্য প্রতিষ্ঠানে ২৩০ (দুইশো thirty) ফ্যাসিলিটি ম্যানেজার এর চুক্তিভিত্তিক নিয়োগ

*আমরা অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী ইমেইল আইডি টি প্রোভাইড করেছি। কিন্তু অফিসিয়াল নোটিশেই ইমেইল আইডিটা স্পেল্লিং পার্থক্য রয়েছে । সে ক্ষেত্রে সঠিক আই ডি যাচাই করে অথবা দুটি বানানের ইমেইল আইডি তেই ডকুমেন্টস পাঠিয়ে আবেদন করতে পারেন । অফিসিয়াল বিজ্ঞপ্তি নিচে সংযুক্ত করা হলো ।*

ডাউন লোড বাটনে প্রেস করে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিন 👇

প্রকল্প আধিকারিক-কাম-জেলা কল্যাণ অফিসারের কার্যালয় অনগ্রসর শ্রেণীর কল্যাণ ও উপজাতি উন্নয়ন, বীরভূম প্রশাসনিক ভবন, ২য় তলা, সিউড়ি ।

Leave a Reply

Scroll to Top