বন্ধুরা গত ১৫ তারিখ থেকে একটি সরকারি স্বীকৃত টিচারস ট্রেনিং কলেজে গ্রুপ ডি পদে একজন নাইটগার্ড এবং বিভিন্ন বিষয়ের অধ্যাপক অধ্যাপিকা নিয়োগ করা হবে।
প্রথমে বলি গ্রুপ ডি পদের কথা এক্ষেত্রে কোয়ালিফিকেশন বলা হয়েছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবে এবং কোনরকম অভিজ্ঞতা লাগবে না।
গ্রুপ ডির পদের জন্য আরো বলা হয়েছে স্যালারি প্রতি মাসে বারো হাজার টাকা করে দেয়া হবে। এবং সেটি প্রত্যেক দিনের বেসিসে ।
গ্রুপ ডি পদে যারা আবেদন করতে চান তারা তারা অবশ্যই নিচের দেওয়া ফর্মটি ফিলাপ করে তার সঙ্গে আপনার যাবতীয় ডকুমেন্ট স এর জেরক্স কপি সংযুক্ত করে 31 তারিখের আগে ইনস্টিটিউটে ঠিকানাই পাঠিয়ে দিতে হবে । ইনস্টিটিউট এর ঠিকানা এই আর্টিকেলটির একদম নিচে লেখা হলো, তার আগে টিচিং পদের কি কি বিষয়ের ভেকেন্সি আছে সেটি নিম্নে আলোচনা করছি ।
টিচিং পদে অংক, ইংলিশ, কম্পিউটার, ফিজিক্যাল এডুকেশন এবং হিন্দি বিষয়ের ভ্যাকান্সি আছে ।।
চিচিং পদের জন্য প্রার্থীরা যে বিষয়ে আবেদন করবেন সে বিষয়ে মাস্টার্স কমপ্লিট করে থাকতে হবে ও তার সঙ্গে এডুকেশন নিয়ে মাস্টার্স অথবা এম এড করে থাকতে হবে। কম্পিউটার বিষয়ের জন্য শুধুমাত্র কম্পিউটার নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকলে অথবা বিসিএ থাকলেই আবেদন করা যাবে ।

15/07/2023 থেকে 31/07/2023 এর মধ্যে সালকিয়া সরকারি পৃষ্ঠপোষকদের অফিসে সমস্ত একাডেমিক প্রমাণপত্রের অনুলিপি সহ আবেদনপত্র পূরণ করতে হবে। PTT1,722 শরৎ চ্যাটার্জি রোড, হাওড়া 711102
আপডেটের জন্য অনুগ্রহ করে নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইট দেখুন- http://salkia.wbptti.in যেকোনো প্রশ্নের জন্য আমাদের ইমেল করুন- salkiagovtptti1968@gmail.com
বিপুল সংখ্যক আবেদনের ক্ষেত্রে শুধুমাত্র শর্টলিস্ট করা প্রার্থীদের তাদের একাডেমিক রেকর্ডের ভিত্তিতে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
অধ্যক্ষ-ইন-চার্জ
সালকিয়া সরকার স্পন্সরড P.T.T.I
হাওড়া-711102
এই অনুলিপি ফরোয়ার্ড করা হয়েছে:
- পরিচালক, SCERT, WB-তার সদয় তথ্যের জন্য
- চেয়ারম্যান DPSC, হাওড়া এবং গভর্নিং বডির সভাপতি SGSPTTI. হাওড়া- তার ধরনের জন্য।
👇👇 অফিসিয়াল ওয়েবসাইট 👇👇
👇👇 অফিসিয়াল নোটিফিকেশন পিডিএফ ও আবেদন ফর্ম 👇👇