15th July 2023 Current Affairs

প্রশ্ন. সম্প্রতি বিশ্বব্যাংকের 14তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কে?

উত্তরঃ অজয় বঙ্গ

প্রশ্ন. সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদের 78তম প্রেসিডেন্ট হিসেবে কে নির্বাচিত হয়েছেন?

উত্তরঃ ডেনিস ফ্রান্সিস

প্রশ্ন. সম্প্রতি কে স্প্যানিশ গ্র্যান্ড প্রিক্স 2023 শিরোপা জিতেছে?

উত্তরঃ ম্যাক্স ভার্স্টাপেন

প্রশ্ন. অভিনব শ এবং গৌতম ভানোট কোন ISSF জুনিয়র বিশ্বকাপ জিতেছেন?

উত্তরঃ স্বর্ণ

প্রশ্ন. সম্প্রতি বিশ্বের গোয়েন্দা প্রধানদের গোপন বৈঠক কোথায় হয়েছিল?

উত্তরঃ সিঙ্গাপুর

প্রশ্ন. ভারতের প্রথম ‘কার্বন ফ্রি ভিলেজ’ সম্প্রতি কোন রাজ্যের ভিওয়ান্ডিতে গড়ে উঠছে?

উত্তরঃ মহারাষ্ট্র

প্রশ্ন. সম্প্রতি RBI কোন ব্যাঙ্ককে 2.2 কোটি টাকা জরিমানা করেছে?

উত্তরঃ ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক

প্রশ্ন. সম্প্রতি কে তার নতুন এআই ফার্ম xAI চালু করেছে?
উত্তর- ইলন মাস্ক

প্রশ্ন. বিশ্ব তীরন্দাজ যুব চ্যাম্পিয়নশিপ 2023-এ ভারত সম্প্রতি কতটি পদক জিতেছে?
উত্তর – 11

প্রশ্ন. সম্প্রতি কোন রাজ্যে মোবাইল দোস্ত অ্যাপ চালু হয়েছে?
উত্তর- জম্মু কাশ্মীর

Leave a Reply

You cannot copy content of this page

Scroll to Top