সারদা শিশু মন্দির
ESTD.-2007
বিন্দোল, রায়গঞ্জ জেলা- উত্তর দিনাজপুর
চলভাষ নং- ৯৯৩৩৫০০৪৭৩
পত্রাঙ্ক : S.S.M/1010/2023
দিনাঙ্ক : 15/07/2023
বিশেষ বিজ্ঞপ্তি
বিষয় :- আচার্য/আচাৰ্যা (শিক্ষক/শিক্ষিকা) নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি
সুখি, এত দ্বারা জানানো যাচ্ছে যে, সারদা শিশু মন্দিরে ২০২৩ শিক্ষাবর্ষের পঠন পাঠনের জন্য আচার্য/আচার্যা নিয়োগ করা হবে ।
-ঃ নির্দেশিকা :-
১) কেবলমাত্র উচ্চমাধ্যমিক বা স্নাতক এবং D.el.ed বা B.Ed প্রশিক্ষন প্রাপ্ত প্রার্থীরাই আবেদন করতে পারবেন ।
2) BIO – DATA কম্পিউটারে টাইপ করে নিয়ে আসতে হবে ।
৩) জমা দেওয়ার সময় নিজের লেখা একটি আবেদন পত্র ও শিক্ষাগত যোগ্যতার নথির জেরক্স কপি জমা দিতে হবে ।
৪)আবেদন পত্র বিদ্যালয়ের মাননীয় সম্পাদক মহাশয়কে উদ্দেশ্য করে লিখে আগামী ২১/০৭/2023 শুক্রবারের মধ্যে খামে ভরে জমা দিতে হবে ।
৫) নিয়োগ প্রক্রিয়া সাক্ষাৎকার এবং লিখিত পরীক্ষা নেওয়ার মধ্যে দিয়ে সম্পন্ন হবে ।
স্যালারির কথা মেনসন করে দেওয়া নেই । সেটি জানতে বা অন্যান্য প্রশ্নের জন্য যোগাযোগ করুন –
৮০১৬১১৬৩৮৩ / ৯৬৪১৬৮৮৬২৫ / ৮৯৬৭৮৭৫৭৮৭ / ৮৭৬৮৮৩১৮১৯
সভাপতি
বিনীত
সম্পাদক
সারদা শিশু মন্দির, বিন্দোল ।
নিম্নে অফিসিয়াল এডভার্টাইজ টি দেওয়া হলো –
