জেনারেল স্টাডিস গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর

*জেনারেল স্টাডিস গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর*

1. ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতি ইমপীচমেন্ট করা যেতে পারে ? Ans : 61 নং

2. ব্যালট প্রথম কোন দেশে ব্যবহৃত হয় ? Ans : অস্ট্রেলিয়া

3. সংসদের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন ? Ans : স্পিকার

4. ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন ? Ans : সি ডি দেশমুখ

5. লোকসভা প্রথম কত সালে গঠিত হয় ? Ans : 1952 সালে

READ MORE  🚀 বাজেট ২০২৫: ঐতিহাসিক ঘোষণা! ₹১২ লক্ষ পর্যন্ত আয়কর মুক্ত

6. ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন অনুসরণ করে তৈরি হয় ? Ans : হ্যারোড ডোমার মডেল

7. ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতিরাজ ব্যবস্থা গড়ে ওঠে ? Ans : রাজস্থান

8. পেডিমেন্টের পাদদেশে পলি , নুড়ি , বালি সঞ্চিত হয়ে যে সমভূমি গড়ে ওঠে তাকে কী বলে ? Ans : বাজাদা

9. মরুভূমির শুষ্ক নদীখাতকে কী বলে ? Ans : ওয়াদি
10. হিমবাহের গায়ে সৃষ্ট হিমবাহকে কী বলে ? Ans : ক্রেভার্স
11.ভারতের ক্ষেত্রমান বা ক্ষেত্রফল কত ? Ans : ৩২ লক্ষ ৮৭ হাজার ২৬৩ বর্গকিমি

READ MORE  দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স: ৪ ডিসেম্বর, ২০২৪

12. ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুটির নাম কী ?

13. ভূটানের পূর্ব সীমান্ত থেকে অরুণাচল পর্যন্ত ভারত – চীন সীমারেখাকে কী বলে ? Ans : ম্যাকমোহন লাইন

14. ইন্দিরা পয়েন্টকে কী বলা হয় ? Ans : পারসন পিগম্যালিয়ান্ট

15. ভারতের রাজ্য পুনর্গঠনের মূলভিত্তি কী ছিল ? Ans : ভাষা

Posted By 🖋️ পিউ দে

Leave a Reply

Scroll to Top